নাটোরে পুড়ে যাওয়া জান্নাতি প্যালেস থেকে ৪টি মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে ৪টি অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটায় শিমুলের বাসভবনের ভেতরে গিয়ে লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে নিহতের স্বজনরা গিয়ে লাশগুলো সনাক্ত করে নিয়ে যায়।

নিহতেরা হলো, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন, বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন ও মলি­কহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী।
এলাকাবাসি জানান, সোমবার বিকেলে সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেস ও তার ছোট ভাইয়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।
এসময় চারজন অতি উৎসাহী বা লুটপাটের উদ্দেশ্যে জান্নাতি প্যালেসে ঢুকে যায়। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে মারা যায়। তবে লাশগুলো উদ্ধার ও সনাক্ত করতে কোন আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের দেখা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.