নাটোরে পিস্তল ঠেকিয়ে সৈকত চৌধুরির ৩ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি: নাটোরে পিস্তল ঠেকিয়ে ফরমান খান ওরফে সৈকত চৌধুরি নামে প্রসাধনি ব্যবসায়ীর ৩ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই হয়েছে। গত রাতে শহরের ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সির ভিতর এই ঘটনা ঘটে। তবে রাতেই ছিনতাইকারীদের আটকে অভিযানে নামে পুলিশ।
ভুক্তভোগি সৈকত চৌধুরি বিটিসি নিউজকে জানান, রাত ১১টার দিকে উত্তরা সুপার প্লাজায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেন্সিতে ঔষধ কিনতে যায়। এসময় মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী ফার্মেন্সির ভিতর এসে তাকে পিস্তল ঠেকিয়ে ব্যাগ নিয়ে চলে। ওই ব্যাগে ৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ছিল বলে জানান তিনি।এদিকে, রাতেই খবর পেয়ে ফার্মেন্সির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে চালানে হয় রাতভর অভিযান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে জানান, থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। আমরা ছিনতাইকারীদের সনাক্ত করে অভিযান পরিচালনা করছি।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বিটিসি নিউজকে জানান, সবোর্চ্চ গুরুত্ব দিয়ে ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। খুব শিঘ্রই ছিনতাইকারীরা আটক হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.