নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক অলোক মৈত্র, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়সহ অন্যান্যরা।
এএলআরডি’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন ‘কসমস’ এর আয়োজনে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘কসমস’ এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা। জীবনের উৎস পানিকে গৃহস্থালী বর্জ্যে পানির দুষণ না করে পানিকে পবিত্র রাখতে হবে। পানি ব্যবস্থাপনাকে কার্যকর করারমধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.