নাটোরে পাট পণ্যের ব্যবহার আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা

নাটোর প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পাট খাতের উন্নয়ন, পাট ও পাট পণ্যের উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্ধুদ্ধকরণ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, নাটোর জুট মিলের পরিচালক শ্যাম সুন্দর আগওয়াল, জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.