নাটোরে পরিবহন শ্রমিক ধর্মঘট চলছে

নাটোর প্রতিনিধি: নাটোরের বাস চালককে লাঞ্ছিত করার প্রতিবাদে পরিবহন শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। বৃহ¯পতিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে নাটোর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সকল প্রকারের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

নাটোর বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, বেশ কিছুদিন থেকেই রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা নাটোরের চালকদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্চিত করে আসছিল। বারবার বিষয়টি জানানোর পরেও কোনো সুরাহা করেনি রাজশাহী কর্তৃপক্ষ। সর্বশেষ গতকাল সকালে দেশ ট্রাভেলস এর এক চালককে রাজশাহি পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা লাঞ্ছিত করে। এক পর্যায়ে ওই চালকের জামা ছিঁড়ে ফেলে তারা।

এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোর বাস মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের সদস্যরা ধর্মঘট শুরু করেছেন।
এক প্রশ্নের জবাবে আকরাম হোসেন দাবি করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর আহবানে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন তারা,।

দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মো: নাসিম উদ্দীন নাসিম ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.