নাটোরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন বিচারপতি রুহুল কুদ্দুস

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস।
আজ শনিবার বেলা ১১টার দিকে গুণপূর্র্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
এসময় বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস বলেন, বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন কোনো ধরনের সমস্যায় যাতে না পড়েন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশনায় সারাদেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এ বিশ্রামাগারে সুপেয় পানি ও নাশতা, নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং রুমের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শামসুল আল-আমীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ রওশন আলম, সিভিল সার্জন মোহাম্মদ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জজ কোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম সহ বিচার বিভাগ, আইজীবী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.