নাটোরে নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জানুয়ারি) ভোর রাতে নাটোর সদর উপজেলার (হাজরা নাটোর) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর নাটোর-২ আসনের নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভৃমি) জোবায়ের হাবিব এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার হাজরা নাটোর এলাকায় শামিয়ানা দিয়ে তৈরি নৌকা প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প ছিল। রাতে নৌকার সমর্থক ও কর্মীরা ক্যাম্পে নির্বাচনী কাজ শেষে বাড়িতে চলে যায়। পরে ভোর রাতে ওই ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসময় ক্যাম্পে থাকা সামিয়ানা পুড়ে যায়। পরে সকালে নেতাকর্মীরা ক্যাম্পে এসে দেখেন চারপাশের শামিয়ানা পুড়া অবস্থায় রয়েছে। পরে তারা বিষয়টি পুলিশ ও নেতৃবৃন্দকে জানান।
নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, রাতের অন্ধকারে আমার নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা হিন্দু এলাকা এখানে নৌকা ছাড়া কেউ ভোট দেয় না। তাই ভোটারদের মনে আতংঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এছাড়াও শহরের মাদ্ররাসা মোড়ে নৌকার আরেকটি ক্যাম্পে রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনী কাজ শুরু করেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.