নাটোরে নিহত জীবনের বাড়িতে আওয়ামীলীগের প্রতিনিধি দল, পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বিচারের আশ্বাস

 

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার লোকজনের হামলায় নিহত ছাত্রলীগ নেতা সামিউল আলীম জীবনের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা ও আর্থিক অনুদান প্রদান করেছে আওয়ামীলীগের প্রতিনিধি দল। এ সময় তারা পরিবারের সদস্যদের শান্তনা ও নিহতের স্ত্রীর কর্মসংস্থান এবং দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন।
মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নলডাঙ্গার রামসার কাজিপুর শাহপাড়ায় জীবনের বাড়িতে যান।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্না আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নিহত জীবনের চাচা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজের সঞ্চালনায়  নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পরে তারা নিহত জীবনের কবর জিয়ারত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.