নাটোরে নিরাপদ খাদ্য দিবস পালিত


নাটোর প্রতিনিধি: “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো নাটোরেও জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ রবিবার সকালে শহরের স্বাধীনতা চত্বর থেকে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.