নাটোরে নারী নির্যাতন মামলায় সাংবাদিক গ্রেফতার


নাটোর প্রতিনিধি: নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছে নাটোরের স্থানীয় অনলাইন পত্রিকা নারদবার্তা বার্তা সম্পাদক ও ডিবিসি’র স্থানীয় ক্যামেরাম্যান সৈয়দ মাসুম রেজা।

আজ বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুর ধোপাপাড়া থেকে আটক করা হয়। মাসুম ঐ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ নাসিহ ছেলে।

নাটোর সদর কর্মকর্তা কাজী জালাল উদ্দীন আহম্মেদ, সৈয়দ মাসুম রেজার দ্বিতীয় স্ত্রী নৃত্য ও অভিনয় শিল্পী সান্তনা সাধনা ঢাকা মহানগর মূখ্য হাকিমের আদালতে মাসুমের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামল দায়ের করে।

অনেকদিন যাবৎ মাসুম বাড়ী থেকে পলায়ন করে লাপাত্তা হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর আজ বৃহস্পতিবার সকালে নাটোরের বাসা থেকে আটক করে আদলতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল হজে প্রেরণ করে ।

সান্তনা সাধনা অভিযোগ করেন , মাসুম প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করে । বিয়ের পর থেকে তাকে যেীতুকের দাবীতে অত্যাচার নির্যাতন করে আসছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.