নাটোরে নবজাতকের মরদেহ উদ্ধার

 

নাটোর প্রতিনিধি: নাটোর শহরে পরিত্যক্ত অবস্থায় অপরিণত সদ্য প্রসুত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ বুধবার বেলা এগারোটার দিকে শহরের আলাইপুর মহল্লার মুসলিম ইনস্টিটিউটের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, কে বা কারা অপরিণত শিশুর মরদেহ মুসলিম ইনস্টিটিউট এর পাশে একটি বাড়ির সিঁড়ির উপরে পলিথিনে মোড়া অবস্থায় শিশুটির মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয় দাফনের জন্য। স্থানীয়দের ধারনা, শিশুটি সময়ের আগেই গর্ভপাত ঘটিয়ে ডাস্টবিনে ফেলে যায় স্বজনরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.