নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানার সন্ধান পেয়েছে এনএসআই

নাটোর প্রতিনিধি: নাটোরে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানার সন্ধান পেয়েছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় অভিযানে বিপুল পরিমান ইলেকট্রিক তার ও তার তৈরীর মেশিন জব্দ করা হয়েছে।

বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জেলা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘড়িয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার তৈরী করে বাজারজাত করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিপুল পরিমান তার ও তার তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, কারখানটি বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিল না। নকল তার তৈরী করে তারা বাজারজাত করে আস আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.