নাটোরে ধানের অবৈধ মজুদ ও ওজনে কারচুপি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ১,১৬৯ মেট্রিকটন ধান অবৈধ মজুদরাখা এবং ওজনে কারচুপির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (০২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে এই অভিযান পরিচালনাকরা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বিটিসি নিউজকে জানান, চাঁচকৈড় বাজারে আল আমিন অটো রাইস মিল এবং বিলাস এন্টার প্রাইজে র‌্যাবকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আল আমিন অটো রাইস মিলের গুদামে অবৈধভাবে ১,১৬৯ মেট্রিকটন ধান মজুদ রাখা এবং বিলাস এন্টার প্রাইজে ওজনে কারচুপির প্রমান মেলে।
এই অপরাধে আল আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী আপেল মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিলাস এন্টার প্রাইজের মালিক বয়েজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.