নাটোর প্রতিনিধি: নাটোরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিতীয় দিনেও বেড়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে নতুন করে আরো ১০৭জন রোগী নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
রোগীদের অধিকাংশই নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে সকলেই ধারণা করছিলেন পৌরসভার সরবরাহকৃত পানি পান করেই এসব মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
তবে বেশি আক্রান্ত নাটোর পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় সরবরাহকৃত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হলেও সেখানে পরীক্ষায় কোন জীবানু পাওয়া যায়নি।
এদিকে বুধবার নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১৫৮ জন রোগী ভর্তি হয়ে ৩০ জন সুস্থ হলেও চিকিৎসাধীন ছিল ১২৮জন। সেদিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে নারী ও শিশূর সংখ্যা বেশি থাকলেও বৃহস্পতিবার নতুন করে ভর্তি হওয়া ১০৭জনের মধ্যে মধ্যে ৮৮জনই পুরুষ বাকী মাত্র ১৯জন নারী ও শিশু।
নাটোরে ডায়রিয়া রোগীর সংখ্যানা কমে ক্রমেই বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নাটোর পৌরসভা কর্তৃপক্ষ বুধবার থেকেই আক্রান্ত এলাকায় পানি সরবরাহ বন্ধ রেখেছে।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই ঢাকা থেকে আইসিডিডিআরবির একটি প্রতিনিধি দল নাটোরে পৌঁছানোর কথা রয়েছে বলে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার মুহাম্মাদ মোক্তাদীর আরেফিন বিটিসি নিউজকে বলেন, হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবিলা করতে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সব ধরনের পর্যাপ্ত ঔষধ ও স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী মজুদ রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.