নাটোরে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত-১, আহত-১০

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় বাসে থাকায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান বিটিসি নিউজকে জানান, রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রত্না পরিবহন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি যাত্রীবাহীবাস হানিফ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রত্না পরিবহনের একযাত্রী নিহত হয়। এসময় দুই বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা যাত্রীদের আহতের উদ্ধারকরে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.