নাটোরে তকিনগর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায় ও নবম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, প্রভাষক রেজাউল করিম, শিক্ষক রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলাম ডাবলু, আব্দুল আওয়াল, ছাত্র মাসুদ, মাসুম, সিহাব প্রমুখ। অনুষ্ঠানে ফুল দিয়ে নবীনদের বরণ ও উপহার সামগ্রী দিয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.