নাটোরে ডায়রিয়ায় প্রকোপ মোকাবেলায় চিকিৎসক দল ও প্রয়োজনীয় ঔষুধ পাঠালেন তারেক রহমান

নাটোর প্রতিনিধি: নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের কয়েকটি মহল্লায় হঠাৎ ডায়রিয়ায় প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসক দল ও প্রয়োজনীয় ঔষধ পাঠিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমানের সিদ্ধান্তক্রমে নাটোরে ডায়রিয়ার প্রকোপ মোকাবেলায় ডা. গালিব হাসান এর নেতেৃত্বে ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্টসহ ১০ সদস্যের একটি বিশেষ মেডিকেল পাঠানো।
শনিবার দুপুর ১২টার দিকে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পৌছে বিভিন্ন ওয়ার্ডে ডায়রিয়ার রুগীদের খোঁজখবর নেয়।
এসময় জেলার সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য ও মেডিকেল অফিসার ডা. রেদোয়ান ফেরদৌস, ডা.ওয়াফি ইসলাম, ডা. কল্যাণময় দেব দীপ (শিশু বিশেষজ্ঞ) এবং মেডিকেল টেকনোলজিস্ট,মামুনুর রশীদ, মিজানুর রহমান, শেখ ফয়সাল এবং অসীম ঘোষ।
এসময় জেলা বিএনপির বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব স্থ’ানীয় সাংবাদিক ও বিএনপি নেতা নসিম উদ্দিন নাসিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ঔষুধপত্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। পরে টিমটি নাটোর শহরের ঝাওতলা, ফুলবাগান প্রাথমিক স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এসব ক্যাম্পে ডায়রিয়া আক্রান্ত ৪০০ জনকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধপত্র প্রদান করা হয়।
এছাড়া মেডিকেল টিমের সদস্যরা ডায়রিয়া আক্রান্ত এলাকায় গিয়ে পানি সংগ্রহ করে এবং সেখান বসবাসকারীদের সাথে কথা বলেন। সংগৃহীত পানি নমুনা আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর, বি -তে পাঠানো হবে বলে জাানান টিমের সদস্যরা। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তা নাটোর জেলার সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বাস করে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই মানবিক উদ্যোগ নাটোরে ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভৃমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করেন ।
এ সময় ডায়রিয়া আক্রান্ত নাটোরের রোগীদের পাশে দাঁড়ানোর জন্য শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এবং সহ সভাপতি ডাঃ জোবায়দা রহমানের প্রতি ধণ্যবাদ ও কৃতঞ্জতা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.