নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার একদিন পরই চাঁদাবাজির অভিযোগ এনে জেলা কমিটির সদস্য পদ থেকে ৫ নেতার নাম প্রত্যাহার করে নেয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে শহরের আলাইপুর থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নেসকো অফিসের সামনে এসে শেষ হয় পরে তারা সেখানে এক সমাবেশ করেন।
সমাবেশে জেলা কমিটির সদস্য পদ থেকে বাদ পড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি বলেন, বিগত ১৭ বছর যাদের বিএনপির রাজনীতিতে দেখা যায়নি। আজ তাদেরকেই পদ পদবী দেওয়া হয়েছে। ত্যাগী নেতা-কর্মীদের পদ পাওয়া দেখেই ঈর্ষান্বিত হয়ে তারা এই ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে আগামী ৩এপ্রিল বৃহত্তর কর্মসূচি দেয়া হবে তিনি হুশিয়ারী দেন।
প্রসঙ্গত গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বাদ পড়া এই পাঁচ নেতাসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির তালিকা ঘোষণা করা হয়। তার একদিন পরে ২৬ মার্চ সন্ধ্যায় আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেকপত্রে ওই পাঁচ নেতাকে কমিটি থেকে প্রত্যাহার করে নেয়া হয়।
প্রত্যাহারকৃত পাঁচ নেতা হলেন জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, বিএনপি নেতা শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুল ব্যাপারী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.