নাটোরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে বিশাল র‌্যালি


নাটোর প্রতিনিধি: নাটোরে স্মরণকালের সবচেয়ে বড় র‌্যালি এবং সমাবেশের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর হাজার পাঁচেক নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি শহরের আলাইপুর থেকে বের হয়ে ষ্টেশন বাজার দিকে যেতে চাইলে বিপুল সংখ্যাক পুলিশ বাঁধার মুখে পরে শহরের প্রধান প্রদক্ষিণ শেষে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গিয়ে সামনে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ , বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু ,জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন ভিপি তুষার।
স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় এই র‌্যালিকে কেন্দ্র করে শহরের ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।যুবদণ নেতাকর্মীদের বিশাল এ শোডাউনকে সড়ক থেকে সরাতে পুলিশ সদস্যদের হিমসিম খেতে দেখা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.