নাটোরে জমি-জমা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জমি-জমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সূত্রে জানা যায়, মাড়িয়া সরদার পাড়া গ্রামের মকছেদ প্রামানিক ও মাসেদুল ইসলাম এর মধ্যে দীর্ঘ দিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মাসেদুল ইসলামের পক্ষে তার স্ত্রী সাজেদা বেগম (৩০), মৃত কাঁচু সরকারের ছেলে মোস্তফা কামাল মুসা (৩৫), তার স্ত্রী খালিদা বেগম (২৬), মৃত সাইদুল সরকারের ছেলে সান্টু সরকার (২৫) এবং অপর পক্ষের মৃত কাদের প্রামানিকের ছেলে মকছেদ প্রামানিক (৬০), তার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) ও সুজন আলী (৩০), মাসুদের স্ত্রী বিউটি বেগম (৩৫), সুজনের স্ত্রী পলি বেগম (২৬), সরাবত আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৬৫) আহত হন।   আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার চৌধূরী বিটিসি নিউজকে বলেন, ঘটনা শুনে অফিসার পাঠানো হয়েছিল। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.