নাটোরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: নাটোরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমূখ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাটোর জেলা সারাদেশে ১২তম স্থান অধিকার করেছে। জেলায় জন্ম নিবন্ধনের হার ১১৫.৫ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৭৩.৫ শতাংশ। রাজশাহী বিভাগে জেলার অবস্থান চতুর্থ।
এরআগে কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.