নাটোরে জনসংখ্যা দিবসে শোভাযাত্রার আলোচনা ও পুরুষ্কার বিতরনে

নাটোর প্রতিনিধি: “পরিকল্পিত পরিবার-সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদ্রসার মোড় থেকে এক বর্নাঢ্য সোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যলয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যলয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইয়া, জেলা সিভিল সার্জেন ড. আজিজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসার ড. জাকির হোসেন । পরে ইউনিয়ান পর্যায় স্বাস্থ্য কর্মীদের পুরষ্কার ও সাটিফিকেট বিতরন করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.