নাটোরে চাঁদা না পেয়ে ঠিকাদারকে কুপিয়ে জখম


নাটোর প্রতিনিধি: নাটোরে চাঁদা না পেয়ে ঠিকাদার আহমেদুল হক সজলকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সন্ধ্যায় শহরের উত্তর চৌকির পাড় কনস্ট্রাকশন সাইডে তাকে কুপিয়ে জখম করে অভিযুক্ত জামাই আজিজ এবং তার ছেলে আশিক। সজল শহরের আলাইপুর মহল্লার সাবেক পৌরসভার চেয়ারম্যান আমিনুল হক গেদুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শহরের উত্তর চৌকির পাড় এলাকায় সজলের একটি কনস্ট্রাকশন এর কাজ চলছিল। এই কাজের শুরু থেকেই উল্লেখিত দুইজন সজলকে চাঁদার টাকার জন্য চাপ দিতে থাকে। বাকবিতন্ডার একপর্যায়ে আজিজ এবং আশিক দুজনে মিলে ধারালো হাসুয়া দিয়ে সজলকে কোপাতে থাকে।
এ সময় সজল আত্মরক্ষার্থে তাদের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পরে এলাকাবাসী প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে আজিজ এবং আশিককে ধরে পুলিশে দেয় এলাকাবাসী। আজিজ শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকার সাক্কাত আলীর ছেলে। আশিক আব্দুল আজিজ এর ছেলে।
নাটোর ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা বিটিসি নিউজকে জানান, দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কাল থেকে নাটোর জেলায় সকল নির্মাণকাজ বন্ধ করে দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.