নাটোরে চলনবিল হবে ইকনোমিক হাব : প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

 

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানুফ্যকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। এর ফলে ২০২১সালে আইসিটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে চায়। এরই অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ইনকিউবেশন সেন্টার, টেকন্যিকাল ট্রেনিং সেন্টার ও টেকন্যিকাল স্কুল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।

আজ সোমবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনশেষে এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্য বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক গৌরিশংকর ভট্টাচার্য, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্থানীয় চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।

উল্ল্যেখ্য, সিংড়াসহ দেশের ৭টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহন করেছে সরকার যেখানে প্রতিটি ৩৫,৫০০ বর্গফুট আয়তনবিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে যেখানে ১৫ হাজার জনকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.