নাটোরে কালবৈশাখী ঝড়ে মৌসুমী ফলসহ ব্যপক ক্ষতিগ্রস্থ

নাটোর প্রতিনিধি: নাটোরের কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছপালা ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে নিহত হয়েছে একজন।

ক্ষতিগ্রস্থরা বিটিসি নিউজকে জানায়, গতকিাল শুক্রবার রাত ২টার দিকে নাটোর সদর, নলডাঙ্গা, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। ঝড়ের কবলে ভেঙ্গে পড়ে অসংখ্য গাছপালা ও কাঁচা ঘর বাড়ি।

এসময় বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায় লিচু বাগান পাহারারত অবস্থায় বজ্রপাতে আবুল হাসনাত ভুলু নামে এক যুবক নিহত হয়। আহত হয় রাব্বি নামে অপর একজন । ঝড়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়। বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙ্গে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা শহর সহ অধিকাংশ এলাকায় রাতে অন্ধকারে সেহরী খেতে হয়। জেলা কৃষি সম্প্রসারন বিভাগ জানায়,ক্ষয়ক্ষতি নিরুপন করা হচ্ছে।

জেলা প্রশাসক শাহরিয়াজ বিটিসি নিউজকে বলেন,উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষয়ক্ষতি নিরুপন করে তালিকা করতে বলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.