নাটোরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

 

নাটোর প্রতিনিধি: নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাস্টার রোলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কর্মবিরতি পালন করছে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১১ জুলাই) নাটোর এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এলজিইডির মুল ফটকের সামনে অবস্থান নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা।এসময় মানবেতর জীবন যাপন করছেন উল্লেখ করে অবিলম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

এসময় অবস্থান ধর্মঘটেস্থলে বক্তব্য দেন, নাটোর এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ স¤পাদক আলহাজ আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট মাস্টাররোলের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের আদেশ দিলেও মন্ত্রণালয় তা মানছে না। অবিলম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.