নাটোরে উত্তরাঞ্চলের মধ্যে বৃহৎ মাদ্রাসার নির্মাণ কাজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় উত্তরাঞ্চলের মধ্যে বৃহৎ মাদ্রাসা “জামিয়া রওজাতুস সুন্নাহ কওমী মাদ্রাসা”নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মাদ্রাসা নির্মাণ কাজের উদ্ধোধন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ ও দোয়া মহফিল অনুষ্টিত হয়। মাদ্রাসার প্রতিষ্টাতা ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলাইপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটাখালী মাদ্রাসার মুহাতামীম হাফেজ জামাল উদ্দীন সিদ্দকী,চাঁদপুর মাদ্রসার মুহাতামীম মাহামুদুল হাসান ,আল মাহমুদ মাদ্রাসার মুহতামিম আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি মনিরুজ্জামান,কারবালা মসজিদের পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুস সালাম,নাটোর চেম্বার অব কর্মাসের সভাপতি আমিনুল হক,নাটোর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ স¤পাদক মিজানুর রহমান মিল্টন,বিশিষ্ট ব্যবসায়ী হাবিব আহসান বাবু,মোহাম্মদ আলী,সায়েম আল্পনা ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান পরশ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের দানকৃত ১৯৭ শতাংশ জমির উপর দশতলা মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হলে এটাই হবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রসা ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.