নাটোরে আ. লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মাসুমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে অপর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বিরুদ্ধে খুন,অপহরণ,অবৈধ গর্ভপাত ঘটানো,চাদাবাজী সহ ২৯টি সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা ও অপর ওয়ার্ড কাউন্সিলর আরজু শেখ।

আজ রবিবার দুপুরে শহরের চকবৈদ্যনাথ এলাকার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের অর্থ সম্পাদক ও নাটোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আরজু শেখ অভিযোগ করেন ১৫ নভেম্বর জলকল দিঘীতে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মাসুম তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে এবং গুলি করতে উদ্যত হয়। রক্ষা করতে গেলে আরজুর সহযোগী শাওনকেও মারপিট করে চোখ নষ্ট করে দেয় মাসুমের সহযোগীরা।

সংবাদ সম্মলেনে জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আরজু শেখ।

এ সময় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে কাউন্সিলর মাসুম তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, গত ২০ বছর ধরে ৬ নং ওয়াডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে আসছেন। তার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে অপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.