নাটোরে আ’লীগ-যুবলীগ নেতাসহ ১৪ আটক

নাটোর প্রতিনিধি: নাটোর জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীসহ ১৪ জনকে আটক করে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
রোববার (২২ জুন) দিনগত রাতে জেলার ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে সদর থানায় ৩ জন, লালপুর থানায় ১ জন, নলডাঙ্গায় ২ জন, সিংড়ায় ২ জন, বড়াইগ্রাম ৪ জন ও বাগাতিপাড়া থানায় ২ জন রয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলা তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন, সদর থানার ৭নং হালসা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান কালু, তেবাড়িয়া ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য ও সিংড়া পৌর আওয়ামীলীগ সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও মাধনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাঁশিলা গ্রামের বাসিন্দা মোঃ দিলশাদ হোসেন, লালপুর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোঃ শহিদসহ বিভিন্ন থানার আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মী।
নাটোরের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে যার যার থানা এলাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.