নাটোরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে তালহা মন্ডল (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তালহা মন্ডল উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউয়িনের মন্ডলপাড়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বুধবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, বিকেলে তালহা তাদের বাড়ীর পাশের আম বাগানে আম পাড়তে যায়।
এ সময় সে কয়েকদিন থেকে টানা বৃষ্টির পানিতে ভেজা আম গাছে ওঠে এবং একটি চিকন বাঁশ দিয়ে আম পাড়া শুরু করে। আম পাড়ার এক পর্যায়ে গাছের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সাথে তালহা বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তালহার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.