নাটোরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: নাটোরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রোববার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের জেলা কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, চিত্ত রঞ্জন, সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সদর থানা সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.