নাটোরে অপহরণ হওয়া আদিবাসী কিশোরীকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় অপহরণ হওয়া আদিবাসী কিশোরীকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়েরের পরই কিশোরী উদ্ধারে এবং জড়িত রমজান আলী (২৫) এবং তার সহযোগী শামীম হোসেনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে গত ১০ জানুয়ারী নাটোর সদর উপজেলার হয়বতপুর দ্বিমূকী উচ্চ বিদ্যালয়ে বই নিতে যাওয়ার সময় তাকে অপহরণ করে পালিয়ে যায় অপহরণকারীরা। রমজান একই উপজেলার ইব্রাহীম পুর এলাকার ইব্রাহীম আলী ছেলে এবং শামীম হোসেন নবীন কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং ভুক্তভোগীর মেয়ের বাবা জানান, গত ১০ জানুয়ারী ওই আদিবাসী মেয়েকে বিদ্যালয়ে যাবার পথে সাদা রংয়ের প্রাইভেট কারযোগে জোর করে উঠিয়ে নেয় অপহরণকারীরা। এই ঘটনায় আজ বুধবার দুপুরে থানায় দুইজনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরপরই অভিযানে নামে থানা পুলিশ। অভিযোগ দায়ের করাকালে থানায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আইইডি’র কো- অর্ডিনেটর হরেন্দ্র নাথ সিং, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক এবং আইইডি’র আইপি ফেলো কালিদাস রায়, নাটোর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামলাল তেলীপ্রমূখ।
ভুক্তভোগী মেয়ের বাবা কান্নাজড়িতকন্ঠে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমার দুঃখের কথা আর কি বলব? আমার মেয়েকে অপহরণ করে তার জীবন শেষ করে দেওয়া হয়েছে। আমার বুকের মানিক ধনকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এই ঘটনায় আমরা মর্মামত। একটি নাবালিকা আদিবাসী মেয়েকে অপহরণ করে অপরাধীরা চরম ভুল করেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়, এটি একটি দন্ডনীয় অপরাধ। নাবালিকা স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণকারীকে কোনভাবেই ছাড় দেওয়া উচিত নয়। যে করেই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এব্যাপারে মেয়েটির বাবা দুইজনকে আসামী করে থানায় অভিযোগ দাখিল করেছে। মামলাটি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রতই অভিযুক্তদের আটক করা সম্ভব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.