নাটোরে অপহরণের ৫ মাস পর কিশোরীকে উদ্ধার, ১ অপহরণকারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের প্রায় পাঁচ মাস পর এক স্কুলছাত্রী কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৫।
এ সময় অপহরণে অভিযুক্ত জাহিদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত (২৬ অক্টোবর) আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।গ্রেফতার জাহিদ নাটোরের সিংড়া উপজেলার সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি জাহিদ ওই কিশোরীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরীকে তার নানার বাড়ি এলাকা থেকে অপহরণ করে।এর আগে, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা হলে পুলিশ জাহিদের বাবা শহিদুল ইসলাম আটক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.