নাটোরে অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা সম্পন্ন
নাটোর প্রতিনিধি: অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্ম্বালম্বীদের শারদীয় দূর্গা পূজার দ্বিতীয় দিনে সপ্তমী বিহিত পূজা শুরু হয়। আজ শনিবার সকালে মন্দির গুলোতে ভক্তবৃন্দ ভীড় জমাতে থাকে। শঙ্খ ধ্বনী আর ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। অঞ্জলী, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সপ্তমী পুজা সম্পন্ন হয়।
শহরের মন্দিরগুলো মনোরম সাজে সাজানো হয়েছে যা সহজেই দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। রাতের আলোকসজ্জা মন্দিরগুলোতে এক মোহময় দৃশ্যের সৃষ্টি করছে। যারা পুজো দেখতে আসছেন তারাও আকৃষ্ট হচ্ছেন এই বর্নিল সাজে। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সকলেই মুগ্ধ হচ্ছেন এই সাজ সজ্জায়।
ভক্তবৃন্দ প্রতিমা দর্শনের সাথে সাথে দেবীর কাছে প্রার্থনা করছেন যেন দেশ থেকে সকল অনিয়ম, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর হয়ে দেশে শান্তি স্থাপিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.