নাটোরের ২০০ কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলকের পক্ষ থেকে উপজেলার ছাতারদীঘী ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম হোসেন বাদশা ২০০ কর্মহীন পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আজ শনিবার সকালে স্থানীয় একলাশপুর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ সময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রকিবুল হাসান রনি, হেলাল ঊদ্দীন।

খাদ্য সামগ্রীর ছিল আতপ চাউল, লাচ্ছা সেমাই, খিল সেমাই, চিনি, দুধ ও সাবান।

যুবলীগ নেতা শামীম হোসেন বাদশা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও জুনাইদ আহমেদ পলক ভাইয়ের নির্দেশে হতদরিদ্র ও নিম্নবিত্তদের জন্য ঈদ উপহার হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সহায়তা করেছি। করোনা সংকটে বিগত ৫৪ দিন ধরে আমরা সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আগামীতেই অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.