নাটোরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শেখ রকিবুল ফাউন্ডেশনের ঈদ উপহার


নাটোর প্রতিনিধি: ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাকের বাহারি রঙের আলোকচ্ছটায় রাঙিয়ে তুলতে নাটোর শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আজ বৃহম্পতিবার সকালে নাটোর শহরের কানাইখালীতে শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়। ঈদের নতুন পোশাক পেয়ে দারুন খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। নাটোর জেলা সমন্বয়ক নাহিদ আহমেদ’র সঞ্চালনায় সদস্যদের মধ্যে আরোও উপস্থিত রাজু শেখ, গোলাম রাব্বানী, সাদমান সৌমিক, রিয়াদ মাহবুব প্রমুখ।
শেখ রিফাদ মাহমুদ জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক ও মানবিক কাজ করার উদ্দেশ্যে। ক্ষুদা, দারিদ্র্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
প্রসঙ্গত, ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হওয়া গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ‘শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.