নাটোরের সিংড়ায় ৫ জন প্রান্তিক কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শ্রমিক সংকটে পড়া ৫জন প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছে সিংড়া পৌর ছাত্রলীগের বেশ কিছু কর্মী। সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে গত শুক্রবার (০১ অক্টোবর) থেকে (০৩ অক্টোবর) টানা তিনদিন সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৫জন প্রান্তিক কৃষকের ৫ বিঘা জমির স্বেছায় শ্রমে ধান কেটে দেয় এক ঝাক পৌর ছাত্রলীগ কর্মী।
কৃষক আতিকুর রহমান বলেন, আমার ১ বিঘা জমির জন্য আমি কৃষক পাচ্ছিলাম না পরে সিংড়া পৌর ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে দিয়েছে।
কৃষক বাহার উদ্দিন প্রাং বলেন, আমার অল্প জমি কৃষক পাইনি ধান কাটার জন্য ছাত্রলীগের ছেলে পেলে আমার ধান কেটে দিয়েছে। এতে করে আমার খুব উপকার হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই।
পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সিংড়া পৌরসভার সুযোগ্য মেয়র জান্নাতুল ফেরদৌস ভাইয়ের নির্দেশে আমরা প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছি। আমরা ছাত্রলীগের কর্মীরা সকল দূর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আমরা ভবিষ্যৎ ও জনগনের পাশে থাকবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.