নাটোরের সিংড়ায় শত বছরের বৃদ্ধা মজিরন বেওয়ার বসতভিটায় তুলে দিলেন ওসি মনিরুল

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শতবর্ষী বৃদ্ধা মজিরন বেওয়াকে ভিটামাটিতে ফিরিয়ে দিলেন সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় বৃদ্ধা মজিরন সিংড়া থানায় আসেন। খবর শুনে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বৃদ্ধার নাতি লালুকে থানায় নিয়ে আসেন। পরে তাঁকে তার জিম্মায় মুচলেকা দিয়ে বসতভিটায় তুলে দেন।

জানা যায়, মজিরন বেওয়ার স্বামী জলিল শেখের মূত্যুর পরতার দু ছেলে দেখভাল করতো। কিছুদিন পর দু ছেলের মূত্যু ঘটে।নাতি লালু দেখভাল করতে থাকে। সম্প্রতি স্বামীর ভিটা কৌশলে দলিল করে নেয় লালু।মজিরন বেওয়া জানান, তাঁর স্বামীর ভিটে কৌশলে নিয়ে আমাকে ভিটে থেকে তাড়িয়ে দেয়ার জন্য চাপ দেয়। ভাত দেয়না, পান কিনে দেয় না। আমি অসহায় হয়ে পড়েছি।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মানুষের বয়স বাড়লে তারা অসহায় হয়ে পড়ে। এ সময় বাড়ির তাদের পাশে দাঁড়ানো কর্তব্য। তাদের জন্য আজীবন কাজ করতে চাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.