নাটোরের সিংড়ায় যানজট নিরসনে রাস্তায় মেয়র ফেরদৌস

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় পরিক্ষার্থীদের সুবিধার্থে ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে যানযট নিরসনে নিজেই রাস্তায় নামলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস।
গতকাল বৃহম্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরিক্ষা শুরু হওয়ায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় যানজট লাগলে পৌর মেয়র রাস্তায় নেমে তা নিরসন করেন। বিগত দিনেও যানজট নিরসনে তাকে রাস্তায় দেখা গেছে। মহামারী করোনার সময়ও তিনি ছিলেন সম্মুখযোদ্ধা। এছাড়া বন্যার সময় মেয়র ফেরদৌসের আপ্রাণ প্রচেষ্টা জনমনে বেশ প্রশংসা ছড়িয়েছে।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বিটিসি নিউজকে বলেন, জনগণ ভোটে আমাকে নির্বাচিত করেছে, তাদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। পরবর্তীতেও জনকল্যাণমূলক কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন মেয়র।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.