নাটোরের সিংড়ায় মাদক ও ওয়ারেন্টের ৯ আসামী আটক
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টের ৯ আসামীকে আটক করেছে থানা পুলিশ। ওসি (তদন্ত) নেয়ামুল আলম ও এস.আই ইলিয়াস কবিরের নেতৃত্বে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২জন মাদক ব্যবসায়ী ও ৭জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন অন্তর (২৫), লোকমান হোসেন লোকাই (৪২) ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন মহন মজুমদার (৭০), সুব্রত মজুমদার (৭২), বিজয় মজুমদার (৩৮), অজয় মজুমদার (৩৩), বিনয় মজুমদার (৩২), বাসরী মজুমদার (৫৫), সুষমা মজুমদার।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.