নাটোরের সিংড়ায় মাইক্রোবাস ও ভ্যানের সংঘর্ষে আহত-৩

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া শেরকোল ইউনিয়ন পরিষদে ভ্যান যোগে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে
যাওয়ার পথে মাইক্রোবাস ও ভ্যানের সংঘর্ষে ভ্যানের ০৩ জন যাত্রী মোসাম্মৎ মলি (৩৫), স্বামী মোতালেব গ্রাম- তেলিগ্রাম, থানা- সিংড়া, জেলা- নাটোর, (খ) মোসাঃ চম্পা (৭০), স্বামী- মৃত মুসলিম, গ্রাম- তেলিগ্রাম, থানা- সিংড়া, জেলা- নাটোর এবং ভ্যান চালক মোঃ নজরুল নাটোর গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.