নাটোরের সিংড়ায় বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিস্ফোরক মামলায় মহসিন আলী নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মহসিন আলী তাজপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক। শুক্রবার বিকেলে তাজপুরের রাখালগাছা নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। আজ শনিবার বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম বলেন, আটক যুবদল নেতা মহসিন আলীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বুধবারে বিএনপির ১৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫০ জনকে আসামী করে সিংড়া থানায় একটি গায়েবী মামলা করেছেন হাতিয়ান্দহ ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.