নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু, মেয়ে আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল ইসলাম (৬২) নামে একজন নিহত
হয়েছেন । আজ বৃহম্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোহিনূরকে উপজেলার বিনগ্রাম থেকে আটক করা হয়েছে।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার ও সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, সাংসারিক কাজকর্ম না করায় পিতা শামসুল ইসলাম তার বাক প্রতিবন্ধি মেয়ে কোহিনূর (২২) কে গালমন্দ করেন। এতে কোহিনূর উত্তেজিত হয়ে পিতা শামসুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শামসুল ইসলাম মারা যান।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বিটিসি নিউজকে জানান, কোহিনূর বাঁক ও শ্রবণ প্রতিবন্ধী। সে তাঁর বাবাকে হত্যা করে পালায়। পরে তাঁকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.