নাটোরের সিংড়ায় পলকের নির্দেশে ৪৮ ঘন্টায় ভাঙ্গন প্রতিরোধে বাঁধ


নাটোর প্রতিনিধি: আত্রাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় সিংড়া থেকে তেমুখ নওগাঁ রাস্তার তিনটি স্থানে প্রবল বন্যায় ভেঙ্গে যাওয়া সড়ক বাঁধ ৪৮ ঘন্টার পর পুনঃনির্মাণ করা হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পানি প্রবাহ রোধে আপদকালীন এই বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।

প্রতিমন্ত্রী নিজে গত ১৬ই জুলাই এই বাঁধের কাজের উদ্বোধন করেছিলেন। তারপর থেকে দুই দিনে এই বাঁধ নির্মাণ করা হয়।

আজ শনিবার সকাল থেকে এই বাঁধের কারণে প্লাবিত এলাকাগুলোতে নতুন করে আর পানি প্রবেশ করতে পারেনি। এছাড়া সিংড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.