নাটোরের সিংড়ায় নৌকা চালক নিখোঁজ, নৌকা উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে নিখোঁজ নৌকা চালক আরজু (৩০) কে না পাওয়া গেলেও আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা জলার মাথায় নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া গেছে।
নিখোঁজ নৌকা চালক আরজু উপজেলার চামারী ইউনিয়নের আননদনগর গ্রামের কদম আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.