নাটোরের সিংড়ায় নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে গেল ড্রেন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে গেছে ড্রেন। এলাকাবাসীর অভিযোগ সিমেন্ট কম ও বালি বেশি দেওয়ায় ড্রেন ভেঙ্গে গেছে।
জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ৩২৮ মিটার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন চামারী ইউনিয়ন পরিষদ। কাজের ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার টাকা।
প্রকল্প সভাপতি ও ৮নং ওয়ার্ড সদস্য আশরাফুল সরদার বিটিসি নিউজকে বলেন, আজ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গতকাল ভেঙ্গে গেছে। পুনরায় কাজটি করা হবে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বিটিসি নিউজকে বলেন, বৃষ্টির কারণে নির্মাণাধীন ড্রেন ভেঙ্গে গেছে। আগামীকাল থেকে পুনরায় কাজ শুরু হবে। তবে সিমেন্ট কম দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ড্রেন ছিল ৫ ইঞ্চি দেয়ালের, সেখানে পানির চাপ বেশি হওয়ায় ১০ ইঞ্চি দেয়ালের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন ১০ ইঞ্চি দেয়ালের ড্রেন নির্মাণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.