নাটোরের সিংড়ায় আওয়ামীলীগ নেতার ছেলের বাল্য বিয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত, থানায় জিডি

 

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাল্য বিয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্চিত হয়েছেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার সিংড়া প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সদস্য আশরাফুল ইসলাম সুমন। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে তার জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সিংড়া থানায় জিডি করেছেন।

জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ গ্রামের সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেনের ছেলের বাল্য বিবাহের আয়োজন চলছে এমন খবর সংগ্রহ করতে যায় সাংবাদিক আশরাফুল ইসলাম। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা মিন্টু, বেলাল, সিদ্দিকসহ আরো অনেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে এবং গ্রাম পুলিশ আবু সাইদকে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

এছাড়াও খবর প্রকাশ ও পরবর্তী সময়ে ওই এলাকায় গেলে তার প্রাণনাশের হুমকিও দেয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে।

সাংবাদিক আশরাফুল ইসলাম বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি, তদন্ত করে এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.