নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জের ধরে এবং চাঁদার দাবি পুরন না করায় বসতভিটায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের সোরমুজা গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ জনকে আসামী করে সিংড়া থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন শহীদুল ইসলাম।
জানা যায়, শহীদুল ইসলাম ইটের পাকা বাড়ি করার সময় তার দুই ভাই আনসার আলী ও আজিম উদ্দিন বাঁধা প্রদান করে। এ নিয়ে শালিশ বিচার হয়ে জায়গা নির্ধারণ করে দিলে বসতভিটা নির্মান কাজ শেষ করে শহীদুল।
গত ৬ মাস থেকে ঐ বাড়িতে বসবাস করা কালিন আনসার আলী ও আজিমের যোগসাজশে প্রতিবেশী শাহাদাত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারপিট,খুন জখম সহ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।
শহীদুলের স্ত্রী বিটিসি নিউজকে জানান, সোমবার সন্ধ্যা ইফতার পর হঠাৎ হইচই শুনতে পাই। এসময় শাহাদাত সহ আরো ২/৩ জন বাড়ির জানালা ভাংচুর সহ অক্যট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। বের হলে প্রানে মেরে ফেলতো।
এসময় আমার স্বামী নামাজে মসজিদে অবস্থান করছিলো। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে জান মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থাা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.