নাটোরের লালপুরে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবিতে বরমহাটী-কলসনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২মে) উপজেলার এবি ইউনিয়নের বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবিবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ মারধর করেন।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবিতে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পযন্ত স্কুল সংলগ্ন বরমহাটী- কলসনগর সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেন।
পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাত দন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, শিক্ষার্থীরা স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মারামারি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.