নাটোরের লালপুরে ভেজাল গুড় ক্রয়-বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় ক্রয়-বিক্রয়ের অপরাধে মজির উদ্দিন নামের এক গুড় ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ২৭টি কার্টুনে প্রায় ২ হাজার কেজি ভেজাল আখের গুড় সহ মজির উদ্দিন এন্টারপ্রাইজ নামের ওই গুড়ের আড়তটিতে সিলগালা করে দিয়েছে আদালত ।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় সংরক্ষণের অভিযোগে ওই আড়তে অভিযান চালায়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.